ভালো লাগে বলবো কেনো,
ভালো আছি ভাববো কেনো;
ভালো থাকা, ভালো লাগা,
তোমার সাথে জুড়ে দিলে
বলা যেত কেমন করে থাকা।
বেঁচে আছি যাচ্ছে চলে—
সেইটুকুই তো বাঁচা ।
বলবো কেনো তোমার কাছে চাই;
তা নিলে হয়ে যাবে দায়ী।
একি টেলিস্কোপের বুক—
শব্দ শুনে দাওয়াই দেবে, কী ছিল অসুখ!
বেশ বেহায়া ঘাসফুল, পায়ের নিচে ফোটে;
তাইতো আমি বলিনি আজও—
তুমি আমার কেমন ছিলে বুকে।
১ নভেম্বর ২০০২, শঙকর, ঢাকা।