তুমি তোমার প্রাণ তপস্বিনী, আমার বিরহ তুমি,
দিনরাত্রির কাল বিরহে অধরা ছিল স্মৃতি।
তোমার অট্টহাসি মুক্তাঝরা, নিরব থাকো তবু,
তোমার চিকন হাসি সন্ধ্যাতারা হার মানে না কভু।
তোমার বিকেল একটুখানি বুকের কাছে হেলে পড়েছে,
তোমার নয়ন; নয়নতারা আজিবনই রাত্রি জেগেছে।
দেহ তোমার সুবহে্ সাদেক; কৃষ্ণ আভা স্বপ্নের কলরব,
ছল ভোলানো লুকোচুরি, পদ্মাক্ষে লুকিয়েছো সব।
আমার চক্ষু জাগানিয়া তন্দ্রা যাযাবর, নিদ্রা সুখের সেই ক্ষণেরও
সাক্ষী ছিল আভাভরা রাধাকুঞ্জে তোমার দেহপিঞ্জর।
অহোরাত্রি জড়িয়ে আছো ক্ষণকালের যামি,
যাযাবরের দিনরাত্রি সব কেড়েছো তুমি।