তোমায় আমি ছিঁড়ে ছিঁড়ে
উড়িয়ে দিলাম হাওয়ায়
এখন আমি যেদিকেই যাই
তোমার টুকরো উড়ে এসে
          বুকের মধ্যেই জড়ায়।

২০ ফেব্রুয়ারি ১৯৯৬