বিমূর্ত
- দেলোয়ার হোসেন
আমি কি তোমার গুপ্ত মনের স্বপ্ন ভাঙ্গা বাকহারা
না কি তন্দ্রাহারা লুটেরা নায়ের; জল ছলনার দিকহারা !
কপাল আমার পুড়ছে কেবল তোমার চোখ চাহনির দৃষ্টিতে;
ধ্যানী মনে মগ্ন তবু নিঃসঙ্গতার সৃষ্টিতে।
বাউলা বাতাস করে মাতাল; হারানোর কোনো নেই যে ভয়
তোমার রাত্রির দুয়ার খোলা; আমার সুবে পরাজয়।
শান তলোয়ার কতো কিছুর- ছিল যতো আয়োজন
ধ্যান ভেঙ্গে দেখি আমি পৌঁছে গেছি বৃন্দাবন!