একদিন নতজানু হয়ে
পৃথিবীর এক মুঠো সুখ ধরে
সঙ্গী করে গেছি দুঃখের প্যাপিরাস।
কথা হয়ে গেছে নির্বাক,
বেদনার রং হৃদয়ের পিচকারি
অবিরত খেলে যায় হলি।

তোমায় আস্তির্ণ বিকেল কালো রাতে জোছনা ভুলে
আমাকে জড়িয়ে ধরে অবাক শিহরণে।
কী করে বোঝাবো;
বিকেলগুলো একা কাঁদে আমাকে উপেক্ষা করে,
শব্দহীন হাত বাড়িয়ে সহাস্যবদনে
আত্মীয়র মত আলিঙ্গন করে;
যেখানে শুধুই অনুভব করা যায়, বলা যায় না।

একদিন নতজানু হয়ে
হাত পেতে বিরহ প্রেমিক বনেছিলাম;
আজীবন ধুলোময় প্রতিবিম্বে হাসে সেই মানুষের জীবন।
স্মৃতি হয়ে গেছে বর্তমান;
শরীরের সাথে অচিন বাকল;
বিকেলগুলো এখন আর ছোঁয় না—
বেদনা, দুঃখ, সরিষা মাখা স্বাদ;
তবুও এই ধূসর বেলায়
তোমারই কাব্য হয়ে যায়।