এই বলাকা− ডানা ঝাপটায়ে কী হবে;
তোর কি কোন স্বপ্ন আছে হৃদয়কোণে?
তুই স্বাধীন উড়তে পারিস সবখানে
তাইতো আমার বাসা নেই আগডালে।
যতই দেখাস কল্পনার বাও-বাতাস
আমার মনে বাড়বে শুধু হা-হুতাশ,
তাইতো দেখি দূর-পানে তোর আকাশ
রাত্রি জেগে ঘুম পাড়ায় সেই সুবাতাস।
একবার আমায় উড়তে দে নীলাকাশে
তোর চেয়ে আগে যাব সেই আবেশে,
দেখিস একদিন ডানা পেলে উড়ে যাব
সেদিন তোকে আমি হারাবোই হারাবো।