আমি নষ্ট—আমি ভ্রষ্ট—
আমি দলিত—আমি গলিত—
আমি আলো—আমি আঁধার—
আমি নির্বোধ—আমি সরল—
আমি ভাঙবো—আমি গড়বো—
আমি ডুববো—আমি সাঁতরাবো—
আমি চাষাভূষা—এক ধান চাষে তুলি পাঁচবার ধান!
আমাকে যাই বলো, আমি নই পাকিস্তানি—
আমি বাঙালি—
আমার দেশ—বাংলাদেশ।
আমার আছে স্বাতন্ত্র্য অধিকার।
আমিই এগিয়ে নেবো আমার এ দেশ।

আমি উন্নত—আমি অধীর—আমি রহিত নয়—
আমি পিছনে পরেও এগোতে পারি,
পেছনে ফেলতেও পারি সবাইকে।
যারা টেনে ধরেছিলো—যারা গালি দিত—
’দো-টাকা কা আদমি’ বলে—
আমি তরতর করে ওদের পিছনে ফেলতে পারি।
আমার দেশ ভালোবাসি।
আমি নই পরদেশী—আমি নই ভিনদেশী—
হতে পারি প্রবাসি—
সমগ্র পৃথিবীও যদি আমার দেশ হয়
তবুও বলবো পাকিস্থান আমার বিজিত শত্রু।
আমাকে নিষ্ঠুর বোলো না, মৃত্যুদন্ড আমি প্রত্যাহার করি;
ঘৃণা, পরিত্যাগ আমি করতেই পারি।

আবারও বলছি, আমার শেষ নিঃশ্বাস অবধি বলবো—
আমি নই পাকিস্তানি—
যাদের কাছ থেকে লক্ষ শহীদের বিনিময়ে
অর্জন করতে হয়েছে স্বাধিকার;
তা যে রক্তের ঋণ—তা মনের ক্ষরণ।
পাকিদের দিকে একটুও এগোয় না—আমার এ লুণ্ঠিত চরণ।

ওরে তোরা যাই ভাবিস—
আমার মৃত্যুর পর হলেও
আমাকে একবার ’বাঙালি’ বলিস।

------------------------------
২৩ নভেম্বর, ২০২১, শঙ্কর, ঢাকা।