ভালোবাসার সাক্ষ্য দিতে
এক কবি কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল—
আমি প্রেমিক, ক্রান্তদর্শী প্রেমিক;
কিছু বিবেকময় মানুষেরা কানাকানি করেছিল,
কবি এতোটুকুও মিথ্যে বলেনি।
যেটুকু সে জানেই না;
সেটুকুতো সে স্বীকারই করেনি,
তবুও মিথ্যেবাদীর বদনাম থেকে
তাকে কেউই মুক্ত করেনি।
সবার শোরগোল বিচারালয় জুড়ে;
এক মিধ্যে প্রেমিকের ফাঁসির রায় হয়েছে,
যে বেহেস্তের হুর বিশ্বাস করেনি।
শুধুই ভালোবেসে গেছে;
মনুষ্য প্রেমী সরল প্রেমিকাকে,
যার সন্ন্যাস জীবনের প্রাপ্তি বলতে
শুধুই একটি কবিতার খাতা,
তার প্রেমের সাক্ষ্য হিসেবে লেখাছিল
প্রতিটি পাতার পক্তিতে;
বিরহ গাথা।
তবুও সাক্ষ্য হিসেবে শুধু তাই গ্রহণ করা হয়েছে;
যে, সে হুর বিশ্বাস করেনি।
৫ মার্চ ২০২১, শঙ্কর, ঢাকা।