এক চিলতে ভালোবাসার জন্য—
এ পৃথিবীতে এখনও বেঁচে আছি।
অভিমানের সব এপিঠ ওপিঠ দেখে
আমি ক্লান্ত, ভাবছো ছুটে পালাবো;
আস্তীর্ণ ফানুস বিকেলে নিজেকে আকাশে উড়িয়ে
মাটির সাথে বৈরিতা বাধিয়ে,
বাঁচবো কার হাত ধরে, আমাকে বলো?
এক চিলতে ভালোবাসার জন্য ভেবেছো
শুধু একটি রাতই আমার প্রেমহীন
বিনিদ্র নগরীর মতো জেগে ছিলো?
না, তবে জাগ্রত সকল রাতের প্রত্যুষ
ঘুমো ঘোরের পাগল প্রেম বিলাপে হাসবে;
হৃদয়ের এমন করুণ গীতবিতান
সুর ছড়িয়ে আগুনের বাতাসে দোলে
প্রবর জীবনের সংগ্রামী স্লোগান;
হে প্রেম— হে মানবী আমার—
এক চিলতে ভালোবাসার জন্য আমাকে
অবহেলা করে নির্বাসন দেবে জানি
তবুও পরাজিত করতে পারবে না,
পলাতক নই আমি, সুদূর বিলাপ;
জল সেচে সমুদ্র পৃষ্ঠে বাঁধবো ঘর—
এমন কথাও আমি দিতে পারি না।
এক চিলতে ভালোবাসার জন্য—
তোমার পথ আগলে রাতের কালো পিচের প্রতিবিম্বে
জোকার হয়ে তোমার ঝাঝালো প্রত্যাখান
হয়তো সয়ে যাবো—কেননা,
আমি যে এক চিলতে ভালোবাসার জন্য—
এই নগরেরই বাসিন্দা;
সয়ে গেছি ঘোরতর সব অনিয়ম,
তবুও এক চিলতে ভালোবাসার জন্য—
নাগরীর প্রত্যাশায় পাশের কামড়া রেখেছি আস্তর বিহীন—
যে দিন আসবে;
সেদিন না হয় সাজিয়ে নেবে।
১৩ ডিসেম্বর ২০২০