তুমি অবুঝ শিশুর চিৎকারে জাগা
তুমি জীর্ন দেহের সেবায় তাগাদা
তুমি গৃহে থেকে বধু, বাহিরে বীর
তুমি মাইনের মত ভয়ানক, চপলা-অস্থির
তুমি অলোক বেগে হৃদয়ে আঘাত হান
তুমি কত যে ছলনাময়ী, ঘাতকী, তুমি কি
তা জান
তুমি চোখের দৃষ্টিতে দেখার বস্তু
তুমার জন্য গৃহ ছেরে হয় উদ্দাস্তু
তুমি ছিন্নমূল দান কর, তুমি এতিম,
অসহায়
তুমি যে এত গুনের অধিকারী কে তুমার
সহায়
তুমি তারকার জট, তুমি আম্র সুগন্ধ
তুমি মায়া হরিনী, তুমি ভাল-মন্দ
তুমি স্বরসতী, তুমি রামের সীতা
দেখনি তুমি? তুমার জন্য কত প্রেম-
কবিতা
তুমি মেয়ে রুপে পিতার ভালবাসা
তুমি বোন রুপে ভাইয়ের বৃহত্ আশা
তুমি প্রিয়া হলে নানান ভাসনায়
পিয়াসী হয়েছি বলে ভাসাও বেদনায়
তুমি হৃদয়ের হৃদয়, মস্তিষ্কের স্মৃতি
তুমি একই শাখে ফুটা ফুল, যার একই বৃতি
5.oct.2012