তুমি দেশ থেকে পার বিতারিত করতে
তুমি যাকে ইচ্ছা পার অপমান করতে
রাজ বেশ দিয়েছ শুধু প্রেমের ছোঁয়ায়
কভু আধাঁরে ঢেকেছ ভুবন বিরহের ধোঁয়ায়
তুমি রমনী ত্যাগের প্রতিক
তুমি গডে দিতে পার পুরুষের অলিক
তুমি মহামায়া, তুমি আল্পনা
তুমি সকল হৃদয়ের রঙীন কল্পনা
তুমি ফুঁকে দিতে পার যাদুর হাওয়া
তুমি মহামুল্যবান ধন, সকলের ইচ্ছা তুমাকে
পাওয়া
তুমি নিশিতে জাগা ছটপটে সময়
তুমি ক্ষণে ক্ষণে পূর্ন, চির যৌবনময়
তুমি বিষে ভরা কাল নাগিনী, নয়তো অঙুর
যা যায়না পাওয়া মর্তলোকে, যা আহারে সব
পাপ হয় দূর
আমি মনে করি তুমি সাধুচরনের মঠ
তুমার আহ্বানে কাটে বেলা, কাঁপে হৃদয়পট
তুমি দেখাতে পার সরল কিংবা গরল পথ
তুমি বিধাতার অলৌকিক সেই, বোরাক নামক
রথ
তুমি নিমেষেই স্বপ্ন জাগাও মানব মনে
তুমি মহা মানবী যদি পার, থাকতে সীতা বনে।
4.oct.2012