তুমি নব রুপে সাজা নব যৌবনা
তুমি জগতের চির প্রশান্তি যুগের প্রেরনা
তুমি মালি হয়ে কুসুম বাগে আস
তুমি এখনই কাঁদ আর এখনই হাস
তুমি টেনে নাও বোকে দিয়ে ভালবাসা
তুমি পুরুষ জীবনে এক রহস্যময়ী চাষা
যখন যাকে চাও শ্রেষ্ঠত্ব দাও
কখনো কাওকে পথে নামাও
তুমি সর্ব ক্ষমতার অধিকারী হৃদয় জগতে
তুমি নিজেকে চালাও আপনার মতে
তুমার রহস্য অন্তহীন অসীম
তুমি প্রেম ভুবনে অফুরন্ত সীমহীন
তুমার কারনে কত যে স্বপ্নচারী স্বপ্ন
দেখেছে
অবশেষে ভ্রান্তি মাঝে নিজেকে রেখেছে
তুমি শিরি হয়ে সকল ফরহাদকে টান
তুমি রজকিনী সেজে চন্ডিদাশকে আন
তুমি তুমার মত করে যেতে চাও
তাই শাহ জাহান রুপী পুরুষদের বিরহে ভাসাও
তুমি লাইলী মজনুর আশায় বসা
তুমি ক্ষুদ্র শিশুটি থেকে বৃদ্ধের শেষ ভালবাসা

4.oct.2012