তুমি রমনী জগতের বন্ধন
তুমি রমনী পুরুষের হৃদয় স্পন্দন
তুমি স্বপ্নের স্বপ্নীল মায়া
তুমি কল্পনার আবেগী ছায়া
তুমি দেহের ভিতর হৃদয়ের প্রাণ
তুমি রাত্রী বেলার জোছনার চাঁন
তুমি সাগর আলেয়ার কডা আলোক
তুমি সারা বেলা আছ ভরাতে এ বুক
তুমি জোনাকীর মত সহসা উজ্জ্বল
তুমি ভীরু মনে সাহসের বল
তোমার স্পর্শে জেগে ওঠে প্রাণ
তুমি বিধাতার নিজ হাতে গডা বিধাতার দান
তুমি নাচাতে পার যাকে তাকে
তাইতো তুমাকে সকলেই ডাকে
তুমি ক্লান্তি অবসাদ দূর কর
তুমি এ পাশ ও পাশ বাইরে ঘার
তুমি তুষারের মত শুভ্র-পবিত্র
তুমি কবি ভাব ধারার প্রতিটি ছত্র
তুমি যৌবনে ভরা চির যৌবনা
তাই যত পুরুষ আছে তুমার করে বন্দনা
তুমি সর্বকালের মহীয়সি রমনী
তুমার চেতনায় জাগ্রত পুরুষের ধমনী
তুমি মাতৃ রুপে স্নেহের মায়া
তুমি প্রিয়া রুপে সঁপে দাও কায়া
তুমি জগতের আলোক, প্রনয়ের বাণ
তুমি সৃস্টিলীলা, তুমি বেদনার গান
3.oct.2012
"তুমি রমনী"
সুদীর্ঘ কবিতাটির অংশ বিশেষ