বিশাল বড় ক্রিকেটারের, গল্প তুমি জানো?
আমিই সেই অলরাউন্ডার, বলছি খুলে শুনো।
ব্যাটিং করি, ফিল্ডিং, আমিই সবার সেরা,
ব্যাটিং শেষে বোলিং করি, সবাই খায় ধরা।

ওপেনিং নামবো আমি, চার ছক্কা কত!
দশ ওভার খেলার আগেই রান হয়ে যায় শত।
কতক দিনে সেঞ্চুরিটাও করে ফেলি ডাবল
আমার কাছে ব্যাটিং মানেই বোলিংরা খায় ছোবল।

জ্বলে উঠলে বোলিং-রা সব মাথায় দিবে হাত
প্রতি বলেই ছয় হয়ে যায়, সবাই হতবাক
ব্যাটিং করি, রেকর্ড আমার, আছে শত শত।
শচীন-লারা, যুবরাজ সিং মাথা করে নত।

ব্যাটিং শেষে আবার আমি বোলিং করি শুরু
বোলিং দেখে ডাকে সবাই, বলে গুরু গুরু।
মালিঙ্গারা সব ভয় পেয়ে যায়, ভাবে আবার কে?
দর্শক সব অবাক ভাবে, থাকে আবার চেয়ে।

আমার দেখেই ভয়ে কাপে, শোয়েব আক্তার টিম
সব ওভারেই হ্যাট্রিক করি, পারে সবাই ডিম।
বোলিং করে ক্যাচ ধরি ভাই, মিস হয় না কভু
আম্পিয়ারও চমকে যায়, ভাবে ক্রিকেট প্রভু?

লম্ফ মেরে বল ধরি ভাই, ফিল্ডিং করি সেরা
ক্যাচ উঠলে মিস হয়না, সবাই বলে হীরা।
আমার সাথে খেলতে আসলেই লজ্জায় হয় লাল
বলে সবাই বাঘের সাথে খেলবে নাকি বিড়াল?

সব ম্যাচেই তো সেরা থাকি, ক্রিকেট আমার পেশা
"ম্যান অব দ্য ম্যাচ" সহজ কথা, এটাই আমার নেশা।
হাজার হাজার ভক্ত আমার ক্রিকেট জগতে
গ্যালারিতে হাতে তালি, নাম বলে চিল্লাতে চিল্লাতে। 

সবাই বলে হীরার টুকরা জানে কত্তো খেলা!
এই খেলাই খেলি আমি গেমসে সারাবেলা।

(১২-০৮-২০১৩)