তোর পাড়ায় আমার
আনাগোনা
সকাল হোক বা সন্ধে
ভরা বাদল বা খরতর গ্রীষ্মের দুপুর।
এক ঝলক তাকাই
তোর বাড়ির ছাদের দিকে।
সদা তৃষ্ণার্ত চোখ
খোঁজে
এক পশলা বৃষ্টির মত
তোকে
ভেজা প্রেমপত্র মেলে দিতে
ছাদে এলি কি না।