-- ৯ই মার্চ, ২০১৬ | রাত ১ টা ২০ মিনিট --
মেঘলা আকাশ
উড়ু উড়ু মন
চঞ্চল আজ
হয়েছে কেমন
ঘন কালো মেঘ
আকাশের বুকে
মন-আকাশেতে
ভাসছে সে সুখে
গুরুগম্ভীর
বজ্র গরজে
এক ফোঁটা জল
পড়লো সরোজে
ভয় কি পেয়েছ?
কেঁদো না রে মন
তোমার কান্না
নামবে বৃষ্টি
বৃষ্টির শেষে
নামবে আলোক
ঝর্ণার মতো
মেঘ যে হারিয়ে যাবে
ক্ষণিক চকিত বেদনার গ্রাসে
মেঘ যে হারিয়ে যাবে
মেঘকে কোথায় পাবে?
মেঘকে কোথায় পাবে?