খূঁজেছি তোমাকে সব পেয়েছির আসরে
বেলকূঁড়ির গন্ধে মাখানো স্বপ্নে আবিল মুখ।
অনামিকায় পরানো অনেক প্রতিশ্রুতি,
আর স্মৃতির দু চার মুক্তো ঝিনুক।
লাজমুখে আধোকথা, ফুলকারি বেডসিট,
শিথিল করবী,আলগা নী বন্ধন-
রামধনুর সব রঙ মারিয়ে
কোন নভিস একেঁ যায় পরিচিত ত্রিকোন।
হায় একোন পাশবিক প্রেম-
সুখীও নয়, অসুখীও নয়, এই শুধু জানতে
দুটি শরীর খেলাকরে মিথ্যার অতলান্তে।
অচেনা মন চেনা হাত ধরে জীবনের মোহনায়
তরঙ্গ ওঠে, নীরবতা ভঙ্গ হয়
এসএমএস আসে যায়।
#স্বপন দাস