তোমাকেও উড়তে দেখেছিলাম সেই কতকাল আগে।
এখন তো একটি দুটি তারার আকাশে গভীর বাতাস।
রাতের রেলগাড়ীর মত তীব্র আওয়াজে
একলা রাতে মনের দরজা খুলে যায়,
প্রত্যহ প্রলয় থেকে উঠে আসা
কে যেন প্রশ্ন করে আজো
হে পৃথিবীর চিরস্থায়ী আমানতের ভাগীদার
অচেনা রাস্তায় জীবনকে খূঁজতে গিয়ে
কতটুকু পেয়েছো কতটা হারিয়েছো তুমি?
প্রেম কোন একক গেয়ে চলা সঙ্গীত নয়।
অন্তহীন বয়ে চলা স্রোত স্রোতস্বিনী থেকে-
আরো পেতে পারো রসোত্তীর্ণ হতে।
উজান পথে হেঁটে
হয়ত কোনদিন দেখা হবে।
কেউ কেউ যে খুশী নয় বোঝা যায় সেদিন
যেদিন আমার হাত কেউ মাটিতে নামিয়ে রাখে।
ব্যাঙ্গালোর ৭।৪।১৮