শব্দের খোলস ছেড়ে
এক আস্ত প্রজাপতি হয়ে বেরিয়ে এসো
..বিষণ্ণ জোনাকিদের উল্লাসে।
তোমার নবীন ডানায় প্রস্তুত করো
এক স্বপ্ন উড়ান।
সূর্যের কাছে চেয়ে নাও রোদ্দুর..
আর মৃত্যু উপত্যকায় সব নিষিদ্ধ পল্লীর ঠিকানা।
যেখানে ভাঙ্গাচোরা পৃথিবী শুয়ে আছে সপাট।
এক হিমালয় হাসি মেখে
যারা বসে আছে শতাব্দী জুড়ে,
তাদের উৎসমুখে চলো এক দুঃসাহসিক উড়ান।
বিবর্ন হলুদ আর ধূসর সবুজের ঋতভাষণে..
হ্যাঁ কবি তুমি..ই।