আসর কবি রক্তিম ও কবি সৌমেনের দক্ষ পরিচালনায়, কবি সঞ্জয় মুখোপাধ্যায়ের কোলকাতা (হালতু-কায়স্থ পাড়া) স্থিত গৃহে কবিতা ডট কমের কোলকাতা শাখার তৃতীয় কবিতা পাঠের অনুষ্ঠান আজ ৩০শে সেপ্টেম্বর দ্বিপ্রহরে সুসম্পন্ন হলো।উনিশ জন কবি উপস্থিত ছিলেন। আমি নিজে এই আসরে প্রথম আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।তার জন্য আমি কবি সৌমেনের কাছে কৃতজ্ঞ।অনেক কবির সঙ্গে দেখা,মতবিনিময় ও তাদের কবিতা পাঠে সমৃদ্ধ হলাম।কবি সঞ্জয়কে বিশেষ ধন্যবাদ তার আয়োজন ও আপ্যায়নের জন্য।অনুষ্ঠান শুরু হয় তারই কন্যার সুমিষ্ট গলায় রবীন্দ্র সঙ্গীতের দ্বারা।অনুষ্ঠানের শুরুতে আসর কবি রক্তিমের কিছু বক্তব্য ও কবিতা পাঠ।তারপর একে একে সব কবি শোনালেন তাঁদের স্বরচিত কবিতা । মাঝে মাঝে কিছু আলোচনা ও আড্ডা।যাঁদের কবিতা এত দিন শুধু পড়েছি তাঁদের চাক্ষুষ দেখার আনন্দ তো ছিলোই, উপরি পাওনা হিসাবে অনাবিল বন্ধুত্ব।কবি সৌমেন ও কবি মিমির আবৃত্তি এবং আসর কবি রক্তিম ও কবি জয়শ্রী মৈত্রের গান নিশ্চয়ই আলাদা ভাবে উল্লেখের দাবি রাখে।সকলকে আগামী শারদীয় উৎসবের শুভেচ্ছা।জয়তু বাংলা কবিতা ডট কম।
আলোচনাটি ৭৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩০/০৯/২০১৮, ১৫:০৫ মি: