কলম অস্ত্র হতে পারে
কলম রজনীগন্ধার স্টিকও হতে পারে,
প্রযোজ্যতা কবির।
বাকি অনেকের নিরাপদে বসবাস।
বৈশীকরণের যুগে
বিক্রিবাট্টা ভালো হলে
সবকিছু আবার খেয়ালহীন।
যাদের বিরুদ্ধে পরোয়ানা ছিলো
তারাও আজ মালা পরে
রাজপথ পেরিয়ে গেলো।
কার ইশারায় লাল থেকে সবুজ হলো
ট্রাফিকের সিগন্যাল- তা জানাতে
মিডিয়ার কাছে কেউ মুখ খোলেনি।
শুঁড়িপাড়ায় গভীর রাতে
কিছুলোক আজকাল রোজ
মৃত্যুর পর নিজেরই লাশকে সনাক্ত করে না।