না কারোর কথাই শোনেন নি
আমার বাবা সোজা পথেই হেঁটে গেলেন
সারাটাজীবন..
সমান্তরাল রেললাইনের পাশাপাশি।
মাঝেমাঝে মায়ের ফুল কাটা রুমালে
মাইনাস পাওয়ারের চশমাটা মুছে নিতেন
এইটুকু বিলাসিতা।
একদিন সব পথ শেষ হয়ে গেল
কোন সমুদ্র উপকূলবর্তী স্টেশনে।
ফিরবার সময় নেই।
সায়াহ্ন।
সামনে সাগরের গর্জন।
বলে গেলেন সোনার সংসার রেখে গেলাম।