তত্ত্বকথার আভরণ সরে গেলে
অনেক শব্দই নগ্ন হয়।
জীবনটা শহুরে বৃষ্টির-
নোংরা জলে ছলাৎছল।
গন্তব্যে পৌঁছুতে কোন অপরাধ বোধ নেই।
আজকাল ঈশ্বরের ছবি আঁকতে
আমার ভিতরের ঈশ্বরও ভয় পান।
প্রণষ্ট কালে গোধুলীর সব রঙ শেয।
কালপুরুষের দরজায়
তোমার আরতির থালি-
কিংখাবেও বেনাকাব।
তিন, দুই. এক……..
উল্টো গিনতি গির্জার ঘড়িতে,
দৃষ্টিহীন সময় বয়ে যায়।