এক শিল্পকর্ম শেষ করে
সোজাসুজি হাত পেতোনা
শেষ পুরস্কারের লোভে।
এই ভাবে নষ্ট হয়ে গেছে
অনেক রমনীয় আয়োজন।
অনপনেয় অন্ধকারেও হোক
জীবনের প্রস্তুতি।
অমৃতের স্বাদ পেতে
হেমলকের পেয়ালায় চুমুক দিয়ে
নীলকন্ঠ হওয়া..
এক সুস্থির সমাপতন।
ইতিহাসের হলুদপাতায়
কেউ বশ্যতা স্বীকার করেনি।
এই একটা অপরাধের জন্য
সবাই শূণ্য হাতে ফিরেছি..
বহু শতাব্দি।