তোমার ঘুম ঘুম চোখে উড়ছে.. গুচ্ছ চুলের গোছা।
এক কাহিনী লেখার কায়দায়।
আমার আপরাধী মনের কোন নিশ্চিত ঠিকানায়
বারবার ফিরে আসা.. লক্ষ করেছে বোধহয়।
ভিক্ষাপাত্রে প্রেম থাকে কিনা জানিনা।
তবুও বন্ধ দরজার সামনে বসন্তের গান গাওয়া।
আবিশ্বাসী সুর শুনে কোন কোকিল ডাকেনি।
কোন ফুলও ফোটেনি।
অথচ মেঠোপথে হেঁটে হেঁটে
রাজপথের রূপকথা লিখে চলা।
চৈতী হাওয়ায় অলস দুপুর থমকে দাঁড়ায়।
প্রজাপতি মথেরা সব ফিরে গেছে।
সজনেফুল, যদি শেষ বসন্তকে চিনে নাও..
নিয়ে এসো দখিনের বারান্দায়।
ব্যাঙ্গালোর ৫।৩।২০১৮