সংকেত পেয়েছে শরীরের সমস্ত কোষ
নিরাশার জলাশয়ে ভাসে
কতকগুলি সুখী পাতিহাস।
বৃষ্টিপাতের শব্দ দিগন্ত রেখায়
জলছবির দিকে তাকিয়ে পাখীর পালক ভিজে ঘায়।
সমাহারে বুকে নিয়ে আকণ্ঠ জলোচ্ছাস
কে কবে ছড়াবে দুচার দানা
এ পৃথিবীর শুকনো ডাঙ্গায়
চেয়ে থাকি নির্নিমেষ আশায়।
তালপাতার বাজনার আবহে
শুনি সামবেদ গান।
নেশাতুর তল্লাটে প্রতিটি মুহুর্তে
পতনের ভয়ে বসবাস।
পারাবারে সেতুবন্ধ পথ আরক্তিম
গলিত সূর্যের আভায়।