আমি যে কবিতাটা লিখতে চাই,
যেখানে আমার হৃদয়ের প্রতিটি ধমনী
দৃশ্যমান হবে.,
পারছি না।
কাগজ কলম কেড়ে নেওয়া হচ্ছে।

ঠিক যে গানটা গাইতে চাই-
হ্যামেলিনের বাঁশীওয়ালার সুরে,
পারছি না..
বাদ্যযন্ত্রগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে।

কিংবা শিল্পী হয়ে যে ছবিটা আঁকতে চাই
অসহায় রেখাগুলোকে এক জীবন্ত ক্যানভাসে,
পারছি না..
রঙ তুলি সব নষ্ট করে দেওয়া হচ্ছে।

হয়ত মনে হতে পারে এসব নাটকীয়তা..

আসলে সমস্যাটা অন্য জায়গায়,
আমার অনেক ক্ষতস্থান থেকে
যে রক্তক্ষরণ হচ্ছে,
সেটাও আমি প্রকাশ্যে কাউকে
দেখাতে পারছি না।
আমার জীবনের আশা প্রতি মুহুর্তে
ক্ষীণ হয়ে আসছে।

অথচ অনেকে স্রেফ গঙ্গাস্নানেই পাপমুক্ত হচ্ছেন।  

সত্য সেলুকাস…




©® স্বপন কুমার দাস