মুহুর্ত্তে মনে হয় চিনেছি জীবনকে
বহু ব্যবহারে মলিন তার মায়া
মিলিয়েছে বেদনার নগ্ন গভীরে।
আশা নিরাশার দন্ধ
ক্ষত বিক্ষত মন
ষোলো বছর বয়সের ষোলোটা যুগ
খোলা হাওয়ায় শ্বাসকষ্ট
ধর্মঘট আর মিছিল
বাতাসে অবিশ্বাসের বীজ
কিছু শীর্ণ হাতের জবাব তলব।
আমি মাথায় গুঁজি দুরহ কোন গণিত
হাতড়ে বেড়াই যুতসই কোন উত্তর
স্বপ্ন পুড়ে ছাই
জমা হয় শূন্যের সিন্দুকে।
অনেক নিশা কেটে যায় নেশায়
কৈশোর মন পথ হারায় এই বাংলায়
ক্ষ্যপা বাউলের একতারায় বাজে
"পাগলা তফাত যা, সময় সন্ন্যাসিনি।
'
স্বপন দাস