শব্দের ভিতরে অবগুন্ঠিত হয়ে আছো।
থাকো। থেকেছো অনন্তকাল।
আবরণ খুলে গেলে
ছড়াতে পারে আগুন।
চড়াই শালিখের দেশে-
মুষ্টিভিক্ষা চালের..
ঘুমপাড়ানি গান।
উপকূলে প্রেমিকেরা আছে তুমুল তুফানে।
শিকড় থেকে পাপড়ি জীবনের প্রদক্ষিণে
নীরবতা ঠোঁট ভেঁঙ্গে বেড়িয়ে আসে।
আয়নায় চোখ রেখে সময়কে পিছনে ফেলা।
দুহাত খালি।
পায়ে পায়ে সংবহন খেলা।