মানসিক ভাবে সুস্থ প্রত্যেক মানুষের অনুভূতি আছে। এই অনুভূতিই মানুষকে পশুর থেকে আলাদা করেছে। আদি অনাদি কাল থেকেই মানুষ এই সৃষ্টিকে দেখে হয়েছে মোহিত, চকিত, ভয়িত, এবং ভাবিত আর এই অবধারণা থেকেই তার প্রথম কল্পনা এক সৃষ্টিকর্তার ।এই অদ্ভুত কল্পনাই মানুষের রচিত প্রথম কবিতা যা রচিত হয়েছিল সমষ্টিগত ভাবে। সুতরাং অনুভূতি, কল্পনা, ভাবনা, কখনই কিছু মুষ্ঠিমেয় মানুষের নয়।
অনুভূতিই সমস্ত কবিতার উৎস, তাই সকলেই কবি তবে প্রকাশের স্বরূপ নিশ্চয় এক নয়। কেউ ভাষায় বা শব্দে প্রকাশ করেন, কেউ আকারে,ইঙ্গিতে ,সঙ্গীতে, চিত্রশিল্পে, ভার্স্কযে। সবার মধ্যেই এক নান্দনিক মন এক কবিমন আছে এ বিষয়ে সন্দেহ নাই। কোন সৌন্দর্যে মুগ্ধ হওয়া, কোন দুঃখ, কষ্ট, বেদনা, মৃত্যুকে দেখে বিগলিত হওয়া তো কবিতারই প্রকাশ। মগজে বর্ণমালা আর হাতে কাগজ কলম আছে বলে আমরা কবি, বাকিরা কেউ কবি নয় , একথা ভাবাও অন্যায়।