রোজ ফোটে বেদনার ফুল
এই ভাবে জেনে গেছি ধূসরতার কত রঙ।
তাই অপ্রস্তুত জরায়ু থেকে বেরিয়ে আসা শূন্যতা কে
আলিঙ্গন করে বয়ে চলি এই সূতক বেলায়।
শূন্যতার সঙ্গে শূন্য যোগ করে
এই সাবলীল সহমরণ আজ কে থামাবে?
কালোসাদা পৃথিবীর কান্না দেখাতে
যারা আমার সামনে পৃথিবীর দরজা খুলেছিলো
তাদের আকাশের সব রঙ আমি মুছে দেবো।
আমি সংশয়ী নই আমি নিশ্চিত।
সততার আড়ালে মালা বদলের মালা
ছিঁড়ে ফেলা হবে কোন উৎসবে।
সাহসী কথারা ছড়িয়ে পরলে
আমি নিশ্চিন্তে সারারাত জেগে থাকি।
তখন কেউ আমাকে বিকারগ্রস্ত বললেও
আমি হেঁটে চলবো নির্বিকার
এক পরবর্তী সকালের দিকে।