সমুদ্রস্নানের পর ভেজা বালির পাওটা হেঁটে চলে গেছে আস্থার প্রতিষ্ঠানের দিকে।

পূণ্যলোভীর মিছিলে নিজেকে হারিয়ে বার বার খূঁজে বের করা....

ন হন্যতে….

দিনের শেষে সাগরের ঘোলা জলে পাপ পূণ্যের ঘনত্ব বাড়ে।

আমি একা আদুল মনে ক্লান্ত দেশের সূর্যাস্ত দেখি।

শান্ত কোলাহলে আকাশ ভরা তারাদের হাতছানি।

কে কার ঈশ্বর...

সেতুবন্ধনের সময় এখন।

২৯.০৬.২০১৭