তোমার কালো চুলের আবেশে এক রক্তজবার পরিপাটি।
যা তুমি গেঁথেছিলে সযতনে কোন বিলম্বিত অভিসারের মুহূর্তে।
তবুও কি আশ্চর্য্য নীরবতা কাঁপা কাঁপা ঠোঁট দুটিকে ছূঁয়ে ছূঁয়ে..
তোমার চোখের গভীর ঝিলে কত কাহিনীর স্রোতস্বিনী
স্মৃতির রাত্রিবেয়ে কত ঝড় যেন বয়ে গেছে.
এখন একটু নিরিবিলি।
মধ্যাহ্ন সূর্যের শৃঙ্গার মেখে বইছে কোন নদী
খেয়ালই করোনি।
সেই কতদিন আগে কোন কিশোরীর ক্যানভাসে
কে যেন রঙে রঙে সাজিয়েছিল শিল্পী হতে চেয়ে
তার ঠিকানা হয়ত পেতে চাও মনের কোন পুরানো বাক্সে।
নামছে গোধূলির আঁধার
রক্তজবার সাথে শামলা রঙের খেলা।
নদীতীর।
বটের হাওয়া।
আঁচলে তোমার প্রজাপতি বেলা।