আনমনে ছিলে..
কিন্তু প্রেম তোমাকে ছূঁয়ে ছূঁয়ে ছিলো।
অলস ভঙ্গিমায় দুহাতে কবোষ্ণ চিবুক..
কোন কবিতার মত।
সে কবিতার সুর শুনেছে কেউ ছায়াহীন গ্রামে।
নিজস্ব গন্ধে মাতোয়ারা হয়ে..
কত অনায়াসে এঁকেছো ছবি তার বুকের গভীরে।
তোমার চোখের অতলে কেউ ডুবতেও চেয়েছিলো।
কিন্তু তুমি কোন ডুবুরি নয়,
সেই চোখের জন্য এক কবিকে চেয়েছিলে।
তাই তুমি জানোনা কত বর্ষার মেঘে
কত জ্যোৎস্নাকে ঢেকেছিলে।
শব্দে শব্দে নিঃশব্দতা..
খালি ক্যানভাসও প্রেমের কথা বলে,
এক পেয়ালা বেদনায় ডুবে যেতে..
জাতিস্মর হলে।