তুমি না চাইতেই তোমার জন্য
আমার দুহাত ভরা।

আমি ইশারা করতেই তুমি ইতস্তত।

আলাদা রাস্তা হলেও ক্ষতি  নেই।

পৃথিবীটা যে ছোট
সেটা এখন জানা হয়ে গেছে।

রক্তপাতের  বিকেল আর
মনখারাপের সকাল  পেরিয়ে  

আমি জানি
তোমার হাতে যে রজনীগন্ধা
কার নামে এখন মাথায় গোঁজ।