তুমিও বোধহয় জানো
নিখাদ সোনার মত
নিখাদ প্রেমেরা সব জন্ম নেয়
একটু আগুনের ছোঁয়ায়।
তাই পূণ্যলোভীর মত দাঁড়িয়ে আছো
কোন বহ্নিশিখার সামনে
ডুব সাঁতারের আরমান বুকে নিয়ে।
হয়ত জানো না
প্রেমের গোলাপেরা সব ভষ্মীভূত হলে
তাদের আলাদা করে চেনা যায় না।
পৃথিবীর নির্বিচার সমাধি সভায়
সজীবতা হারিয়ে এক শব্দকল্প হয়ে বেঁচে থাকা।
তোমার চিবুকের কালো তিল
যা ছিল তোমার প্রতীক আজ তোমার পতাকা।
দুই হাঁটুর মধ্যে মুখ গুজলে
কুন্তলে ঢাকা পড়ে স্থাবর অস্থাবর।
রোদ্দুর গলিয়ে দেয় গলনাংকে থাকা সব সম্পর্ক।
তবুও প্রেমের পরিভাষা খূঁজতে তোমার এ অনন্ত পথ চলা।