এসো লিখি প্রেমের কবিতা
কিন্তু পড়ে থাক কালি ও কলম
চিরাচরিত আয়ুধ।
পৃথিবীর সব লেক্সীকনে বন্দি
লালসার মোড়কে মোড়া “ভালোবাসা”কে
ছাড়িয়ে এনে ছড়িয়ে দাও-
এই পিয়াসী নিস্বর্গমালায়।
মন্ত্রের মতো কাজ হবে আমি বলছি
বাংলার সবুজ ধানক্ষেতে
শরতের সোনা রোদ্দুরে
চঞ্চল কিশোরী হাওয়ার মতো
বয়ে যাবে অজস্র ভালোবাসা..
হয়তো হেমন্তের প্রলাপ, ফুরলেই সৃষ্টি
তাই অন্য্ উপায় যতদিন খূঁজে না পাচ্ছো
এসো লিখি প্রেমের কবিতা এমনি করেই।।
স্বপন দাস