একটি কণ্ঠস্বর যার নাম স্বাধীনতা।
এক শিহরণ জাগানো আহ্বান নাম স্বাধীনতা।
এক ঝড়ের ধ্বনির প্রতিধ্বনি নাম স্বাধীনতা।
আমার ভায়ের মায়ের রক্ত নাম স্বাধীনতা।
আমার ধর্ষিতা বোনের অশ্রু নাম স্বাধীনতা।
একটি জাতির জন্মের প্রসব বেদনা নাম স্বাধীনতা।
লাল-সবুজে রাঙিয়ে দেবার স্বপ্ন নাম স্বাধীনতা।
আমার শব্দকোষে প্রিয় শব্দ নাম স্বাধীনতা।
আমার চিরকালের ভালবাসার কবিতা নাম স্বাধীনতা।
ছাব্বিশে মার্চ এক অঙ্গীকার নাম স্বাধীনতা।
“আমার সোনার বাংলা”
এক অহংকার নাম স্বাধীনতা।
©® স্বপন কুমার দাস