নদী ও নদীর মতো ইচ্ছে
পাথরের বুক চিরে..
বনষ্পতির মাথা নত করে..
নিঃশব্দে সুফি গান গেয়ে চলে।

অণৃতভাষনে অপরাধী কবি
বিকৃত গলি পেরোনোর পর
অভিজাত নগরে বসত গড়ে..
জোৎস্না রঙে হোলি খেলবে বলে।

এসো কমরেড
শীতঘুমে যারা আশ্রয় দিয়েছিলো
নিজেকে সেইসব ঝোপঝাড় থেকে
টেনে হিঁচড়ে বের করি।
অনেকটা পথ পেরিয়ে
এই ব্যবচ্ছেদ বড় জরুরী।

বুকের ভিতর সব হারানোর শব্দকোষ
জৈবিক আক্ষেপে নয়
প্রিয়তম রক্তে আঁকতে হবে
প্রেম আর স্বাধীনতার অবয়ব।




©® স্বপন কুমার দাস