প্রাপ্তি কে বিযুক্ত করেই
জীবনের সব ঘরবাড়ি।
তুলসীতলা , লালপাড় শাড়ি
শ্যওলাজমা দেওয়াল
সব হেরিটেজ।
এবার কবিতায় একটা অন্য কথা ভাবতে গিয়ে
এক জটিল সমীকরণের মৌতাত হয়ে গেল।
শরীর জ্বালিয়ে ধূপবাতির মত গন্ধ ছড়ালেও
তোমার শেষের ছাইটুকু ডাস্টবিনে রেখে আসবে
কোন এক রবাহুত।