আমারো কিছু বলার ছিল
বলা হয়নি।
জীবনযাপনের শর্ত্তে
বেঁচে থাকার এই এক মহা সংক্রমণ।
হে বনস্পতি সকল
এই সব কথা কথোপকথন
তোমরা না শুনলেও
তোমাদের শাখাপ্রশাখা বেয়ে
খান্ডবদহনের খবর পৌঁছে যাক
পরবর্ত্তি প্রজন্মে।
শ্বসনের বায়ু দুষণ
জানালায় ঘ্রাণে আঘ্রাণে।
একটু নিম্নগামী হলে
সদ্যজাতকের মত
নতুন পৃথিবী স্বপ্নবদ্ধ হতে পারে।
নিজস্ব প্রতিবিম্বের সামনে
আরেকবার মৃত্যুর আগে
গ্রস্তউপত্যকায়
কিছু ইতিবাচক শব্দ রেখে যেতে চাই।