কাফেলা চলেছে, মানুষের কাফেলা।
একই সঙ্গে তবুও একা একা,
যেমন অরণ্যে বনষ্পতি,আকাশে মেঘের মেলা।
অনুরাগে পথকে সাজিয়ে
বেদনার নুড়ি পাথর কুড়িয়ে কুড়িয়ে
নিজেকেই খোঁজার এ অনন্ত খেলা।
কোনদিন শান্ত হবে সব দুরন্ত দুপুর
অবুজ ইচ্ছের স্বপ্নগুলো হারাবে,
থেমে যাবে প্রিয়তমার পরশ...
সব রঙ সোনালী সবুজ।
জীবনের অনুষ্ঠান শেষে
যত আয়োজন একে একে গোটানো।
মন্দ মন্থর মারোয়া রাগে
নিরবতা ঘনায় মরুপর্বতে,
রাবাবে বাজে বেদুইন সুর
সব বন্ধন ছুটে যাবে দিগন্তে
শেষ লালিমার পাটে।
** "রাবাব" বেদুইনদের বাদ্যযন্ত্র