আমি ভালবাসা চাইনা,
ভালবাসলে নদীর মত-
ঘন অরণ্য মরুপাথারে একাকী।
আামার একাকীত্বেই বড় ভয়।
আমি জয়ীও হতে চাইনা,
দূরত্ব বাড়ে।
সব সাফল্যের চুম্বন তোমায় ছুঁয়ে যাক-
আমি মালা হাতে পদাতিক।
তুমি সাগরের প্রত্যাশী ছিলে,
আমি তরঙ্গের ঐশ্বর্যহীন।
আমার সুখের উৎস-
দু এক অসাবধানী স্পর্শে লীন।
তোমার চোখে ঝড় দেখে-
আমি সাদা নিশান উড়িয়ে দিই,
অবাধে উড়বে স্মৃতিকথা যত,
শুকনো পাতায় বৃষ্টিবীণ।
ভালবাসা নয়, এইটুকু কাহিনী আমার,
বলোতো স্বপ্নের ডাকে পাঠিয়ে দিই কো…ন..দি..ন।