সেদিন ঊষার আভাষ
সীমান্তটাকে জড়িয়ে
ঘাসফুল একরাশ।
আমাদের কপালে বলিরেখা
ওদের ডালে বসন্ত,
আমাদের মনে মলিনতা
ওরা আশ্চর্য্য জীবন্ত।
এপারের ওপারের
মিলেমিশে একাকার,
দুই বাংলার
হাসি কান্নার-
একই অশ্রুর ধার।


{সাম্প্রতিক ঘটনার স্মরণে}