খরতাপে চৌচির কুমারী মাঠ,
আজান্তে বিবর্ণ সুর রাখালের বাঁশিতে।

শপিংমলে জোনাকিদের সঙ্গম,
উদ্ধোধনী সঙ্গীতের পর
কোরাসের দল নেমে গেছে।

প্রনষ্ট সময়ের-
                “খোলো তলোয়ার”
ব্যাকস্টেজে উঁকি দেয় অনেক কুশীলব।


এক আঁজলা স্বদেশ দেখি
স্পটলাইটের আলোয়।