আমাকে অপাংতেয় ভাবতেই পারো।
কারণ চৌখুপীতে থিতু হয়ে
যাপনচিত্রে মশগুল আমি,
কোন নতুন কথা বলিনি।
কবির কাছে ভাবনারা ভীড় করে আসে।
রংধনু স্বপ্নরা রং ছড়ায়।
হাতরে বেড়াই আমার কবিতার অলিগলি।
কৃষকের স্বপ্ন
মজুরের স্বপ্ন
হাওড়া স্টেশনে হারিয়ে যাওয়া মেয়েটির স্বপ্ন,
ভাঙ্গা ঝুপড়ির কঠিন গৃহস্থালীতে মগ্ন মায়ের স্বপ্ন,
কিছুইতো বলা হলো না-
যারা গভীর রাতের ক্লান্ত ঘুমে নিঃশব্দে আসে,
ভোরের আলোর কঠিন শাষনে মিলিয়ে যায়।
ওদের স্বপ্ন ঝিলমিল করবে বলে
কিছু লোকের ঘাম ও রক্তে মাখা স্বপ্ন
আড়ালেই রয়ে গেলো।
কচি ঘাস সবুজের স্বপ্নকে মারিয়ে
রথের চাকার অন্তহীন পুনরাবৃত্তি,
আমার অস্তরাগে শুধুই……..
এক অস্থিরতা।