শান্তিনিকেতনী ঝোলায়
দুচার পংক্তিকে সম্বল করে
ছেলেটি দু ইঞ্চি দুরে বসেছিল মেয়েটির
নন্দন চত্তরে।
“প্রেমের ফাঁদ পাতা ভুবনে”
এই রকম কিছু দার্শনিক উপলব্ধি
কিংবা অসহায় নীলকন্ঠ পাখী।
কথাকাজ নেই
নেই কোন বিশেষ কথোপকথন।
নির্লজ্জ নিয়নের আলোয়
এক বিবশতায় নেমে যাওয়া।
ভালবাসা ও ঘুটনের মধ্যবর্ত্তী রসায়নে
কিছু চেনা শব্দের বেশ্যাবৃত্তি
অবশেষে এক বাতিল পান্ডুলিপি।
দু ইঞ্চি দুরে বসেছিল মেয়েটি
এখন ফারাক কয়েক যোজন
চীয়ার্স বলে উঠিয়ে নেয়
এক গ্লাস হেমলক জীবন।