একটা "ইচ্ছে" বৃন্ত থেকে
খসে
পড়লেই
বীজবপন।
খরতাপ বাঁচিয়ে মানসিক কৃষিকাজ-
এক মাঠ সোনালি স্বপ্ন ঘুরে ফিরে আসে,
তবুও উলুপী মন..।
সব বীজ বনষ্পতি হয় না, সব গাছ ফলবতী।
পরাজয়কে মেনে না নিলে
অনেক রাস্তাই খোলা।
নদীর একটা পাড় ভাঙ্গে,
অন্যপাড়ে জীবনের প্রস্তাবনা-
প্রেমিকের প্রথম চুম্বন।