পাহাড় নদী বনস্পতি সবাই কথা বলে,
সেই নিঃশব্দ সঙ্গীতের একটা শব্দ
ঝড়ে পড়ুক এই পুরাণো বর্ণমালায়,
যে পৌঁছে যাবে আমার নিতল বিন্দু।
এক সাগর প্রেম জমেছিল,
কিন্তু তোমার ঐশর্য্যের কাছে
তা বড়ই বেমানান।
যেমন আকাশের কাছে মেঘ
ফুলের কাছে প্রজাপতি
এমনকি শিশিরো লুকিয়েছিল
নিজের কাহিনী।
ভিক্ষাপাত্রে কে কবে প্রেম দিয়েছিল
কোন বিষ্মৃত নগরীতে
সেই ভেবে পথচলা।
জীবনকে বাজী রেখে দাঁড়িয়ে আছি
চৈত্রের এই বিধুর বাসরে।