ধর্ম
পুরুষের ধর্ম, নারীর ধর্ম,
গুরুপাকে জীবনটাই বেচাল।
বৃহত্তর স্বার্থে বৃহন্নলা আমি,
ধর্মহীন।ঢাপলী বাজাই।
নেমে এস দুচার দিলদার
ভয় নেই আমি সেকুলর।


অধর্ম
অধর্মের নেই কোন কপিবুক স্টাইল।
রাজা উজির মারতে গিয়ে
ইচ্ছেমতো সাজিয়ে নিই গুটি।
জিতলে সিকন্দর, নইলে নয়।
দিনের শেষে হাতখালি।
ফেসবুক খুলে দেখো, হবে দুচার স্মাইলি।